বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান: (পর্ব-৩): BCS সহ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষাতে একাধিক বার আসা বাংলা বিষয়ে বাচাই করা গুরুত্বরপূর্ণ প্রশ্ন ও সমাধান নিম্নে আলোচনা করা হলো :-----
১/বেগম রোকেয়ার রচনা কোনটি?
উ: অবরোধবাসিনী
২/ ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কি?
উ: কদরহীন লোক
৩/ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাবিশিষ্ট বর্ণের সংখ্যা কতটি?
উ: ৮ টি
৪. /`Quarterlz ' শব্দের অর্থ কি ?
উ; ত্রৈমাসিক
৫/ কোনটি শুদ্ধ বানান?
উ: আকাঙ্ক্ষা
৬/ অহিনকুল কোন সমাস ?
উ: দ্বন্ধ
৭/ চাঁদমুখ কোন সমাস ?
উ: উপমিত
৮/ চোখের প্রতিশব্দ নয় কোনটি ?
উ: সলিল
৯/ যা চেটে খেতে হয়?
উ: লেহ্য
১০/ ‘ছাড়পত্র ‘ কার রচিত গ্রন্থ ?
উ: সুকান্ত ভট্টাচার্য
১১/হাত ভারি ‘ বাগধারাটির অর্থ কি ?
উ: কৃপণ
১২/ কাঁচি কোন ধরনের শব্দ?
উ: তুর্কি
১৩/ বাংলা ছন্দ কত প্রকার ?
উ: ৩ প্রকার
১৪/ ঊর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি ?
উ: ঢেউ
১৫/ পড়াশোনায় মন দাও -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ: কর্মে ৭মী
১৬/ ‘নারী’ এর সমার্থক শব্দ কোনটি ?
উ: মহিলা
১৭. / কোনটি প্রহসন ?
উ: সধবার একাদশী
১৮/ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায় -
উ: নেপালে
১৯/ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ?
উ: কবিরাজ
২০/ উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
উ: ষ+ ণ
২১/ বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ কোনটি?
উ: ক্রিয়া
২২/ বিভীষণের স্ত্রীর নাম কি?
উ: সরমা
২৩/ছি, ছি ,তুমি এত খারাপ।এ বাক্যে ‘ছি, িছ ‘ কোন ধরনের অব্যয় ?
উ: অনন্বয়ী
২৪/ কোনটি ‘নী’ প্রত্যয় যোগে স্ত্রী বাচক শব্দ?
উ; জেলেনী
২৫./ ‘অত্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ: অতি +অন্ত
২৬/ ‘পৈতৃক’ এর সঠিক প্রত্যয় কোনটি ?
উ: পিতা+ইক
২৭/ কোনটি ঈষৎ অর্থে অব্যয়ী ভাব সমাস?
উ: আরক্তিম
২৮/ যিনি বক্তৃতাদানে পটু-
উ: বাগ্মী
২৯/ হনন করার ইচ্ছা -
উ: জিঘাংসা
৩০/ ‘কাকনিদ্রা ‘ শব্দটির অর্থ কি ?
উ: অগভীর সতর্ক নিদ্রা
৩১/ ‘মাছের মা ‘ বাগধারাটির অর্থ কি?
উ; নিষ্ঠুর
৩২/ সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন ?
উ; রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩/ ‘শেষের কবিতা ‘ রবীন্দ্রনাথ রচিত ---
উ: উপন্যাসের নাম
৩৪/ ‘এলেবেলে ‘ বইটি কার লেখা ?
উ: হুমায়ুন আহমেদ
৩৫/ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
উ: মহাত্মা
৩৫/ মধুসূদনের মৃত্যু হয় কোথায়?
উ: আলিপুর হাসপাতালে
৩৬/ মেঘনাদবধ কাব্যটি কয়টি স্বর্গে রচিত ?
উ; ৯টি
৩৭/ বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ নয় কোনটি ?
উ: কবিতার কথা
৩৮/ ‘ডেভিড হেয়ারের জীবন চরিত্র’ কার লেখা?
উ: প্যারীচাঁদ মিত্র
৩৯/ বেদান্ত গ্রন্থ কোন ধরনের রচনা?
উ; প্রবন্ধ
৪০/ ‘শিব ‘কোন গানের বিষয়বস্তু?
উ: গম্ভীরা
৪১/ ‘সত্যপীর গ্রন্থটি রচনা করেন?
উ: শেখ ফয়জুল্লাহ
৪২/ চর্যাপদ এক প্রকার---
উ; গান
৪২/কোন বানানটি শুদ্ধ?
উ: বুদ্ধিজীবী
৪৩/ কোনটি বাক্যের বাহন?
উ: শব্দ
৪৪/ বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি ?
উ: মেঘনাদবধ
৪৫/ ইসমাইল হোসেন সিরাজীর অবস্থান কোথায়?
উ: সিরাজগঞ্জ
৪৬/ কোনটি উপসর্গ নয়?
উ: অপু
৪৭/ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অর্ন্তগত?
উ: চিত্রা
৪৮/ জহির রায়হানের রচনা কোনটি ?
উ: বরফগলা নদী
৪৯/ কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
উ: প
৫০/ ‘ইংরেজ’ কোন ভাষার শব্দ?
উ: পর্তুগিজ
৫১/ কোন ধরনের কাজকে জঙ্গনামা বলা হয়?
উ: যুদ্ধকাব্য
৫২/ যে নারীর স্বামী বিদেশ থাকে - এর সংক্ষিপ্ত রুপ কোনটি ?
উ: প্রোষিতভর্তৃকা
৫৩/ শব্দের আগে বসে কোনটি ?
উ: উপসর্গ
৫৪/. যে ব্যক্তির দুই হাত সমানে চলে , তাকে কি বলে ?
উ: সব্যসাচী
৫৫/ অবার্চীন এর বিপরীত শব্দ কোনটি ?
উ: প্রাচীন
৫৬/ ‘হাসান বই পড়েছে’ কোন বর্তমান কালের উদাহরণ?
উ: ঘটমান
৫৭/ নাটের গুরু বাগধারাটির অর্থ কি ?
উ: মূলনায়ক
৫৮/‘সাথী শব্দটি কোন লিঙ্গ?
উ: উভয়লিঙ্গ
৫৯/ বজ্জাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উ: বদ্+জাত
৬০/তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি?
উ: অপাদানে সপ্তমী
৬১/ রোববার স্কূল বন্ধ এখানে রোববার কোন কারকে কোন বিভক্তি ?
উ:/ অধিকরণে শূন্য
৬২/ কোন সমাসে ব্যাসবাক্য হয় না ?
উ: নিত্য সমাস
৬৩/ কথাসর্বস্ব কোন ধরনের বহুব্রীহি সমাস ?
উ; ব্যাধিকরণ
৬৪/ কোনটি শুদ্ধ ?
উ: / অত+ এব
৬৫/ কোনটি ‘লবণ ’ এর সন্ধি বিচ্ছেদ ?
উ: লো + অন
৬৬/ ‘জলেীকা ‘ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উ: জল + ্ওকা
৬৭/ প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
উ: ব্যাখ্যামূলক অর্থে
৬৮/ পাদচ্ছেদ কার পরিভাষা ?
উ: কমা
৬৯/ কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
উ:আমি
৭০./ সার্ধশত জন্মবার্ষিকী ‘’ এখানে সার্ধশত কোন ধরনের শব্দ?
উ; ক্রমবাচক
৭১/ বার ‘ সংখ্যাটির তারিখবাচক কোনটি ?
উ; বারই
৭২/ বনে বনে ফুল ফুটেছে ‘’ এখানে ফুল
উ: বহুবচন
৭৩/ বহুত্ববাচক শব্দ---
উ: তারা
৭৪/ বহুবচনজ্ঞাপক শব্দ---
উ: চয়
৭৫/ কোনটি স্ত্রী বাচক শব্দ নয় ---
উ: সুখী
৭৬/ স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করা হয়?
উ: সুজনীয়াসু
৭৭/ ‘বাজে কথা ‘ এর বাজে উপসর্গটি কি অর্থ
উ; তুচ্ছার্থ
৭৮/‘উপগ্রহ ‘ শব্দটির উপ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
উ: ক্ষুদ্র
৭৯/ কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়?
উ:অনুসর্গ
৮০/ পদ বলতে কি বোঝায়?
উ: বিভক্তিযুক্ত শব্দ ্ও ধাতু
৮১ / কোনটি দ্বন্ধ সমাসের উদাহরণ?
উ; ভাই- বোন
৮২/কাজী নজরুলের প্রথম কবিতা কোনটি ?
উ; মুক্তি
৮৩/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক কোনটি ?
উ; বসন্ত কুমারী
৮৪/ রামায়নের অনুবাদক কে ?
উ; কৃত্তিবাস
৮৫/ ‘মর্সিয়া ‘ শব্দের উৎপত্তি যে ভাষা থেকে ?
উ; আরবি
৮৬/ ‘প্রাতরাশ ‘ এর সন্ধি বিচ্ছেদ
উ: প্রাতঃ + আশ
৮৭/ ‘বামেতর ‘ শব্দটির অর্থ
উ: ডান
৮৮/ ‘ঘরজামাই ‘ কোন সমাস
উ; মধ্যপদলোপী কর্মধারয়
৮৯/ কোনটি শুদ্ধ বানান?
উ: দ্বন্ধ
৯০/ ‘দীন ‘ শব্দের অর্থ
উ: দরিদ্র
৯১/ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ?
উ; শ্রীকান্ত
৯২/ ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন ্এই দেশে ‘ - এ আকাক্ষা কোন কবির
উ: সুফিয়া কামাল
৯৩/ সমষ্টি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: ব্যষ্টি
৯৪/ ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়---
উ; স্পর্শ ধ্বনি
৯৫/ মীনের মত অক্ষি যার কোন সমাস---
উ: মধ্যপদলোপী বহুব্রীহি
৯৬/ কোনটি নাম বাচক বিশেষ্য
উ; হিমালয়
৯৭/ গঠন অনুসারে বাক্য কত প্রকার ----
উ: ৩ প্রকার
৯৮/ কোন বর্ণটি ঘোষ?
উ; দ
৯৯/ সামাজিক নাটক কোনটি?
উ; সধবার একাদশী
১০০/ পুঁথি সাহিত্যের প্রাচীন তম লেখক কে ?
উ; দৌলত কাজী
0 Comments