বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান : বি সি এস সহ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় সহ চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিক বার আসা বাংলা বিষয়ে বাচাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন । একজন চাকুরিপ্রার্থী হিসেবে যদি এই প্রশ্ন গুলো সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে চাকরি নামক সোনার হরিণটা আপনার হাতে ধরা দিতে বাধ্য । (পর্ব --০১ )
গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন |
উ: ৭টি
২/কোনটি কবি জসীম উদ্দীনের রচনা ?
উ: ঠাকুর বাড়ির আঙিনা
৩/ চন্দ্রাবতী কী?
উ: কাব্য
৪/ বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
উ: মিথিলা
৫./কত সালে মেঘনাধবদ কাব্য প্রথম প্রকাশিত হয় ?
উ: ১৮৬১ সালে
৬/ সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি?
উ: অর্ক
৭/ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমনি কার রচনা ?
উ: হুমায়ুন আহমেদ
৮/ ‘সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
উ: গরল
৯/ সদ্যোজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উ : সদ্যঃ +জাত
১০/ কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
উ: আসক্তি
১১/অগ্নিবীণা কাব্যের প্রখম কবিতা কোনটি?
উ: প্রলয়োল্লাস
১২/কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাব্যগ্রন্থ?
উ: শেষলেখা
১৩./কোনটি মৌলিক শব্দ?
উ: গোলাপ
১৪/ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারির সম্পাদকের নাম কি ?
উ: হাসান হাফিজুর রহমান
১৫/ কাস্টম শব্দের পরিভাষা কোনটি ?
উ: প্রথা
১৬/ ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি ?
উ: যৌগিক স্বরধ্বনি
১৭/রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে ?
উ: ১৯১০ সালে
১৮/ জলে -স্থলে কি সমাস?
উ: অলুক দ্বন্দ্ব
১৯/ গোরক্ষবিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
উ: নাথধর্ম
২০/ শশা শব্দের অর্থ কি ?
উ: চন্দ্র
২১/ বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র?
উ: সরল
২২/ ইত্যাকার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ: ইতি +আকার
২৩/ কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল?
উ: ১৯০৭ সালে
২৪/ মনসা মঙ্গল কাব্যর আদি কবি কে ?
উ: কানাহরি দত্ত
২৫/ জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
উ: রাখালী
২৬/ মুনীর চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন?
উ: কবর
২৭./হপ্ত পয়কর কার রচনা ?
উ: সৈয়দ আলাওল
২৮/ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ?
উ: কাহৃপা
২৯/ জজ সাহেব কোন সমাসের উদাহরণ?
উ; কর্মধারয়
৩০/ ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
উ: লবলাক্ত
৩১/মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
উ: তারেক মাসুদ
৩২/ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উ: কৃষ্ণকুমারী
৩৩/ কপালকুন্ডলা কোন প্রকৃতির রচনা ?
উ: রোমান্টিক উপন্যাস
৩৪./ কোন বানানটি শুদ্ধ?
উ: পসারিণী
৩৫/কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময়কালকে কী বলা হয় ?
উ: উন্মেষ পর্ব
৩৬/ হারিকিরি ‘ শব্দটি এসেছে কোন ভাষা থেকে ?
উ: জাপানি
৩৭. / রুকনুদ্দিন বরবক শাহ গুণরাজ খান উপাধি দেন -
উ: মালাধর বসুকে
৩৮/ মঙ্গল কাব্য এর কবি নন কে ?
উ: দাশু রায়
৩৯/ বিদ্ব্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর- বাক্যটির শুদ্ধ রুপ কোনটি?
উ: বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
৪০/ DEADLOCK -এর বাংলা
উ: অচলাবস্থা
৪১/ তন্বী - এর সন্ধি বিচ্ছেদ
উ: তনু + ঈ
৪২/ দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি ?
উ: দুল+ অনা
৪৩/ রিকশা শব্দটি কোন ভাষা থেকে আগত ?
উ: জাপানি
৪৪/ হিতোপদেশ ‘ গ্রন্থটি লিখেছেন---
উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৪৫/ স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উ: নিজ বাসভূমে
৪৬/ চারণ কবি কে?
উ: গোবিন্দ দাস
৪৭/ সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে ?
উ: ১৯১৪ সালে
৪৮/ সারেং বৌ উপন্যাসটির রচয়িতা কে ?
উ: শহীদুল্লাহ কায়সার
৪৯/ কবর কবিতার উপজীব্য কী?
উ: গ্রামীণ মানুষের দুঃখ গাথা
৫০/ Null and Void -এর বাংলা পরিভাষা কোনটি ?
উ: বাতিল
৫১/ তোহফা কাব্যটি কে রচনা করেন?
উ: আলাওল
৫২ /নিচের কোনটি বিশেষ্য পদ?
উ: গাম্ভীর্য
৫৩/ মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি?
উ: মুখরা রমণী বশীকরণ
৫৪/ পশ্বর শব্দটির অর্থ কি?
উ; পরশু
৫৫/জল শব্দের সমার্থক নয় কোনটি?
উ: জলধি
৫৬/ বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সংখ্যা--
উ: ৭ টি
৫৭/ নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত --
উ: খন্ডিত
৫৮ ./ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররের আত্মজীবনী?
উ: আত্মচরিত
৫৯/ পথে প্রবাসে ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থটি কার লেখা ?
উ: অন্নদাশঙ্কর রায়
৬০/ বাংলা ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি?
উ: ৭টি
৬১/ কোনগুলো স্পর্শ ধ্বনি?
উ: ক-ম
৬২/ কবি কঙ্কণ কার কাব্য উপাধি?
উ: মুকুন্দরাম
৬৩/ রহমত ,খুকী ‘ চরিত্রটি কোন গল্পের?
উ: কাবুলিওয়ালা
৬৪/ হারিকিরি’ কোন দেশের শব্দ?
উ: জাপানি
৬৫/ চতুরঙ্গ’ - এর সন্ধিবিচ্ছেদ
উ; চতুঃ + অঙ্গ
৬৬/ জল ‘ শব্দটির প্রতিশব্দ কোনটি?
উ: অম্বু
৬৭/ কোনটি অর্ধ তৎসম শব্দ?
উ; গিন্নি
৬৮/ ভানুসিংহ’ কার ছদ্মনাম?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
৬৯/ আশীবিষ’ শব্দটি কোন সমাসের উদাহরণ ?
উ; বহুব্রীহি
৭০/ সংশপ্তক কার লেখা?
উ: শহাদুল্লাহ কায়সার
৭১/ চর্যাপদে ভুসুকুপা রচিত পদের সংখ্যা কতটি?
উ: ৮ টি
৭২/ হুমায়ূন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি?
উ: নন্দিত নরকে
৭২/ চর্যাপদে যে পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে-
উ: ২৩ নং
৭৩/ বাংলা টপ্পা গানের জনক কে?
উ: রামনিধি গুপ্ত
৭৪/ পদ্মাবতী কার লেখা ?
উ: আলাওল
৭৫/রায়গুণাকর কার উপাধি?
উ: ভারত চন্দ্র
৭৬/ অর্ধচন্দ্র এর অর্থ --
উ: গলা ধাক্কা দেওয়া
৭৭/ সম্বোধনে কোন বানানটি শুদ্ধ?
উ; সুধী
৭৮/ যা চিরস্থায়ী নয় ?
উ: নশ্বর
৭৯/ সনেটের কয়টি অংশ?
উ: দুটি
৮০ / জিন্দাবাদ’ কোন ভাষা?
উ: ফারসি
৮১/ বাংলা স্বরধ্বনি তে মোট কয়টি দীর্ঘস্বর আছে?
উ: ৭টি
৮২/ ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য ?
উ: তৎসম
৮৩/ ভাষার মূল উপাদান হচ্চে---
উ: ধ্বনি
৮৪/ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়-
উ: ধ্বনিতত্ত্ব
৮৫/ নিচের কোনটি উপন্যাস---
উ: ডাহুকী
৮৬/ ছাপান্ন হাজার বর্গমাইল উপন্যাসটির রচয়িতা---
উ: হুমায়ুন আজাদ
৮৭/ জীবনানন্দ দাশের প্রবন্দগ্রন্থ কোনটি?
উ: কবিতার কথা
৮৮./ সাহিত্য সম্রাট কার উপাধি?
উ:বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
৮৯/ সাগরদাঁড়ি গ্রামটি কোন নদের তীরে অবস্থিত?
উ; কপোতাক্ষ নদ
৯০/কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
উ: ১৮০০ সালে
0 Comments