About

আমি রুমা দত্ত। ব্লগটি আমার একান্ত ব্যক্তিগত। এতে আমি আমার চিন্তা চেতনা, ভাবনা, পারিবারিক ও পছন্দ-অপছন্দ নিয়ে লিখা লিখি করে থাকি।

সারা বিশ্বে যখন করোনার কারণে লকডাউন চলছে, একা ঘরে থেকে আর ভালো লাগছে না। তাই কিছুটা সময় পারকরতে আমার বরের সাহায্যে এই ব্লটি চালু করি।

এই ব্লগে হয়তো আপনি পড়ার মত বা আপনার প্রয়োজন মত কিছুই খুঁজে নাও পেতে পারেন। এখানে সব কিছু আমার মত। আমার ভালো লাগা, খারাপ লাগার মত।

Post a Comment

0 Comments