প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান (পর্ব-৪)

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি -বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান(পর্ব -৪):  BCS সহ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ  পরীক্ষাতে  একাধিক বার আসা বাংলা বিষয়ে বাছাই করা গুরুত্বপূর্ণ  প্রশ্নের সাজেশন নিম্নে আলোচনা করা হলো :----

                                              

                                                


১/ ‘অনলপ্রবাহ ’ রচনা করেন- 

উ:সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী 

২/ বাংলা সাহিত্যের  আদি কবি কে ? 

উ: লুইপা 

৩/কোনটিতে বৃত্তি ্অর্থে ঈ প্রত্যয় যুক্ত হয়েছে-

উ: পোদ্দারি 

৪/ কোন শব্দের ‘ইক ’ প্রত্যয়যুক্ত গঠন ব্যকরণসিদ্ধ না হলে ও বহুল আলোচিত-

উ: ঔপনিবেশিক 

৫/ কোনটি বাংলা ধাতু?

উ: কাট্

৬/ কোন শব্দটির বানান  সঠিক ?

উ: দূষণীয়

৭/  কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না ?

উ: বিদেশি

৮/ ‘হ্ম’ এর বিশিষ্ট রূপ-

উ: হ + ম

৮/ বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি?

উ: ২৫

৯/ ব্যাকরণ মঞ্জুরী “ কার লেখা ?

উ: ড. মুহম্মদ এনামুল হক 

১০/ নিচের কোনটি ব্যাকরণের শাখা নয়?

উ: ভূ -তত্ত্ব

১১/ ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুইটি বর্ণের সংযোগ জাত -

উ: ক + ষ

১২/ ‘বাকস’ বাসক হওয়ার রীতিকে বলা হয়-

উ: ধ্বনি বিপর্যয়

১৩/ কোনটি শুদ্ধ বানান?

উ: অন্বেষণ

১৪/ কাজটি ভালো দেখায় না - এই বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ-

উ: কর্মবাচ্যের ধাতুর 

১৫/ যে ধাতু বিশ্লেষণ করা যায় না , তাকে বলা হয়-

উ: মৌলিক ধাতু

১৬/ কোনটি অপিনিহিতির উদাহরণ-

উ: ইস্কুল

১৭/ ‘চ’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?

উ: ঞ 

১৮/ কোনটি যুক্তবর্ণ  নয় চিহ্নিত কর-

উ: এ

১৯/ তালব্য বর্ণ কোনগুলো -

উ: ই, ঈ

২০./ ‘তৎসম ‘ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

উ; সাধু রীতি 

২১/ ‘ঋণ ‘ কিসের প্রতীক ?

উ: ধ্বনি

২২/ “লায়লী মজনু” কাব্যের উপাখ্যান কোন দেশের ?

উ: ইরান

২৩/ “হপ্ত পয়কর “ কার রচনা ?

উ: সৈয়দ আলাওল

২৪ / “সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে আপে অর্থ কি ?

উ; স্বয়ং

২৫/ বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে ?

উ; ১৮শ

২৬/ কোন সাহিত্যাদর্শের মর্মে  নৈরাশ্যবাদ আছে?

উ: উত্তরাধুনিকতাবাদ

২৭/ মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য-

উ: কাজী আবদুল ওদুদ

২৮/ আনোয়ারা ‘ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয় ?

উ: ১৯১৪ সালে

২৯/ “সুনন্দ” কার ছদ্ম নাম ছিল ?

উ; নারায়ণ গঙ্গোপাধ্যায়

৩০/ কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?

উ: বেতাল পঞ্চবিংশতি

৩১/ বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-

উ: বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়

৩২/ কোনটি শুদ্ধ?

উ: মীর মশাররফ হোসেন 

৩৩/ “বাংলার মাটি বাংলার জল “ সনেটটি কার রচনা ?

উ: রবীন্দ্রনাথ ঠাকুর 

৩৪/ “তারাবাঈ” নাটকটির লেখক কে?

উ: দ্বিজেন্দ্রলাল রায়

৩৫/ ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?

উ: ১৮৮৫-১৯৬৯

৩৬/ রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন -

উ: আবুল মনসুর আহমদ

৩৬/ কোন উপন্যাসের মূল চরিত্র জয়গুন?

উ: সূর্য দীঘল বাড়ী

৩৭/ শামসুর রহমানের কবিতার বইয়ের নাম-

উ: প্রতিদিন ঘরহীন ঘরে

৩৮/ ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ‘ এ পঙক্তিটি  কার?

উ; শামসুর রহমান 

৪০/ মুনীর চৌধুরীর ‘মীর মানস ‘কোন জাতীয় গ্রন্থ?

উ: নাটক

৪১/ কোন নাটকটির মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?

উ: কবর

৪২/ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

উ: বিষের বাঁশি

৪৩/ কোন বানানটি শুদ্ধ?

উ:/ শুশ্রুষা

৪৪/ আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ ?

উ: / নীরদ চন্দ্র চৌধুরী

৪৫/ ‘নদী ও নারী ’ কার রচনা?

উ:/ হুমায়ুন কবির

৪৬/ কাক ভূষন্ডির অর্থ কি?

উ: দীর্ঘায়ু ব্যক্তি

৪৭/ ‘বঙ্গ দর্শন ‘ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

উ: ১৮৭২ সালে 

৪৮/ কোন বানানটি শুদ্ধ?

উ: বিভীষিকা 

৪৯/ বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে ?

উ: বিহারীলাল চক্রবর্তী

৫০/ অক্ষির সমীপে----

উ: সমক্ষ

৫১/ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

উ: ঘরে- বাইরে

৫২/Intellectual' শব্দের বাংলা অর্থ ---

উ: বুদ্ধিজীবী

৫৩/ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

উ: বসন্ত

৫৪/ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল---

উ: ভানুসিংহ ঠাকুর

৫৫/ কোনটি কাব্যগ্রন্থ?

উ: শেষ লেখা 

৫৬/ পদ’ বলতে কি বোঝায়?

উ: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু

৫৭/ কোনটি ‘দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ ?

উ: ভাই -বোন

৫৮/ তাম্বুল -খানা জন্মেছিলেন কোন কবি?

উ: জসীম উদ্দীন

৫৯/ মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য ?

উ: পত্রকাব্য 

৬০/ ‘আনন্দমঠ ‘ উপন্যাসের লেথক কে?

উ: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

৬১/ অধ্যাপক  আহমদ শরীফের মৃত্যু সন কোনটি ?

উ: ১৯৯৯

৬২/ বটতলার উপন্যাস গ্রন্থের লেখকর নাম কী?

উ: রাজিয়া খান 

৬৩/ কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

উ: শতবার্ষিকী

৬৪/ ‘সূর্য ‘ শব্দটির সমার্থক কোনটি নয়?

উ: দ্বিজরাজ

৬৫/ ‘মাংসভোজী পশু অত্যন্ত বলবান’ ---এটি কোন ধরনের বাক্য ?

উ: সরল বাক্য

৬৬/ কোনটি তদ্ভব শব্দ?

উ: মাথা 

৬৭/‘আপনাকে বড় বলে বড় সেই নয় ‘এখানে বড় শব্দটির প্রকৃত অর্থ হল----

উ: শ্রেষ্ঠ

৬৮/ ‘পথ হারা এই দরিয়া ‘----কোন কবিতার অংশ?

উ: পাঞ্জেরী

৬৯/ ‘আম কুড়ানো ‘ কোন সমাস ?

উ: দ্বিতীয়া তৎপুরুষ

৭০/ ঘটি ডোবে না নামে তাল পুকুর ‘প্রবাদ টির অর্থ কি ?

উ: যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো 

৭১/ ‘কাপুরুষ’ শব্দের সমাস কোনটি?

উ: উপপদ তৎপুরুষ সমাস

৭২/মরণোত্তর একুশে পদক কে পেয়েছেন?

উ: ফররুখ আহমদ

৭৩/কোনটি ভাববাচক বিশেষ্য ?

উ: ভোজন 

৭৪/ নিচের কোনটি রুঢ়ি শব্দ?

উ: সন্দেশ

৭৫/কামাস্কাটকা’কোথায় অবস্থিত?

উ: রাশিয়া 

৭৬/ বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উ: ভারতী 

৭৭/ পঞ্চমুখ ‘ শব্দের অর্থ কি?

উ: প্রশংসা মুখর হওয়া 

 ৭৮/ মতিচুর কার লেখা?

উ: রোকেয়া সাখাওয়াত হোসেন 

৭৯/ কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জে কত সালে ‘যৌবনর গান অভিভাষণটি দেন?

উ: ১৯৩২ সালে 

৮০/ কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?

উ: আমি এই মাত্র এলাম

৮১/ কাজী নজরুলের ইসলামের প্রথম উপন্যাস ?

উ: বাধঁনহারা ,১৯২৭ সাল

৮২/ কাজী নজরুলের প্রথম কবিতা?

উ:মুক্তি

৮৩/ কাজী নজরুলের প্রথম কাব্য ?

উ: অগ্নিবীণা , ১৯২২ সাল

৮৪/ কাজী নজরুলের প্রথম নাটক ?

উ; ঝিলিমিলি, ১৯৩০ সাল

৮৫/ কাজী নজরুলের প্রথম গল্প?

উ: হেনা ,১৩২৬ বঙ্গাব্দ

৮৬/ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজি প্রথম উপন্যাস?

উ: রাজমোহন’স ওয়াইফ .১৮৬২ সাল

৮৭/ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা প্রথম উপন্যাস ---

উ: দুর্গেশনন্দিনী, ১৮৬৫ সাল

৮৮/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস ---

উ: বউ ঠাকুরানীর হাট , ১৮৭৭ সাল

৮৯/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প---

উ: ভিখারিনী,১৮৭৪ সাল 

৯০./ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক ?

উ: রুদ্রচন্ড, ১৮৮১ সাল

৯১/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য ---

উ; বনফুল , ১২৮২ বঙ্গাব্দ

৯২/ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস ----্

উ: আলালের ঘরে দুলাল 

৯৩/ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থ 

উ: বেতাল পঞ্চবিংশতি 

৯৪/ রাজা রামমোহন রায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ ?

উ; বেদান্ত গ্রন্ধ , ১৮১৫ সাল

৯৫ ./আবদুল গাফফার চৌধুরীর প্রথম ছোট গল্প ?

উ: কৃষ্ণপক্ষ , ১৯৫৯ সাল

৯৬./আবু ইসহাকের প্রথম উপন্যাস ?

উ: সূর্য দীঘল বাড়ি , ১৯৫৫ সাল 

৯৭./ আবুল ফজলের প্রথম উপন্যাস ?

উ: চৌচির ,১৯৩৪ সাল 

৯৮/ আবুল মনসুর আহমদের প্রথম ছোট গল্প?

উ: আয়না , ১৯৩৫ সাল

’৯৯/ আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্য ?

উ: মানচিত্র , ১৯৬১ সাল

১০০/ আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস ?

উ: তেইশ নম্বর তৈলচিত্র, ১৯৬০ সাল

Post a Comment

0 Comments