বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান (পর্ব-২)

বাংলা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও সমাধান (পর্ব-২):  বিসিএস সহ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিক বার  আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান্। নিম্নে আলোচনা করা হলো :


১/ছড়ে ছন্দে রচিত হয়?

উ:/ স্বরবৃত্ত

২/ জ্বলে- পুড়ে-মরে ছারখার তবু মাথা নয়োবার নয় কবিতাংশটি কার লেখা?

উ: সুকান্ত ভট্টাচার্য 

৩/ ACT এর পারিভাষিক অর্খ কি?

উ: কাজ

৪/ ‘মর্সিয়া ‘ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে ?

উ; আরবি

৫/ বিরাগী শব্দের অর্থ কি ?

উ: উদাসীন 

৬/ শেষের কবিতা কোন ধরনের রচনা?

উ: উপন্যাস

৭/ ্‘সূর্য ‘ এর প্রতিশব্দ---

উ: আদিত্য

৮/বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা--

উ: গীতিকবিতা

৯/ কোনটি ঐতিহাসিক নাটক ?

উ: রক্তাক্ত প্রান্তর

১০/ বাংলা লিপির উৎস কী?

উ: ব্রাহ্মী লিপি

১১/ জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত---

উ: নদী

১২/ ‘রোহিনী ‘ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

উ: কৃষ্ণকান্তের উইল

১৩./ বঙ্গদর্শন পত্রিকাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?

উ: ১৮৭২ সালে 

১৪/ ‘তাপ ‘ শব্দের বিপরীতার্থক শব্দ 

উ: শৈত্য

১৫/ ‘লাঠালাঠি ‘ কোন সমাস?

উ: বহুব্রীহি

১৬/ যা চিরস্থায়ী নয়-

উ: নশ্বর 

১৭. / বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?

উ: দশটি

১৮/ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ?

উ: কবিরাজ

১৮./ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ -

উ: মরুশিখা

১৯./ কোনটি কাব্যগ্রন্থ ?

উ; শেষ লেখা

২০/ ‘ঠোঁট কাটা ‘ বলতে কি বোঝায়?

উ: স্পষ্টভাষী

২১/ কবর নাটকের রচয়িতা --

উ: মুনীর চৌধুরী

২২/ কুজন শব্দের অর্থ কি?

উ: খারাপ লোক 

২৩/ নিত্য স্ত্রী বাচক শব্দ কোনটি?

উ: সৎমা

২৪/ কোনটি ক্রমবাচক সংখ্যা -

উ: সপ্তম

২৫/ ‘লাজ ‘ কোন ধরনের শব্দ? 

উ: বিশেষ্য

২৬/ মৌলিক শব্দ কোনটি ?

উ; গোলাপ

২৭ / ‘দোলনা ‘শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উ: দুল্+ না

২৮/ তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?

উ: ড়, ঢ়

২৯/ ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ?

উ: ধাতু

৩০/ কোনটি তদ্ভব শব্দ?

উ: চাঁদ

৩১/ পনির শব্দটির সন্ধি বিচ্ছেদ? 

উ: পনি + এর

৩২/ কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে --

উ: পাঠক 

৩৩/ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

উ: চন্দ্রবতী

৩৪/ কোনটি উপন্যাস?

উ; কন্যাকুমারী

৩৫/ ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন সালে ?

উ; ১৯৯২৬ সালে 

৩৬/ সবুজপত্র সম্পাদনা করেন ?

উ: প্রমথ চৌধুরী

৩৭/ বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়---

উ: উনিশ শতকে 

৩৮/ জঙ্গনামা কাব্যের বিষয় কী-

উ: যুদ্ধ - বিগ্রহ

৩৯ /প্রাচীন তম বাঙালি মুসলিম কবি কে?

উ: শাহ মুহাম্মদ সগীর 

৪০/ ‘মর্সিয়া ‘ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে ?

উ: আরবি

৪১/ পদাবলির প্রথম কবি---

উ: বিদ্যাপতি

৪২/ মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ?

উ: ভারতচন্দ্র

৪৩/ ‘প্রাকৃত’ শব্দের অর্থ কি? 

উ: স্বাভাবিক

৪৪/ প্যাগোডা  কোন দেশের শব্দ?

উ; জাপানি

৪৫/ বাংলা ভাষায় ব্যকরণ প্রথম প্রকাশিত হয় কোথা থেকে?

উ: লিসবন

৪৬/ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ?

উ; কার 

৪৭/ বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ?

উ: ২টি

৪৮/ কোন বানাটি শুদ্ধ ?

উ; মাষ্টার 

৪৯/ ঋ,র, ষ  ্এর পরে কী হয়?

উ: ণ

৫০/ কোন শব্দটি সঠিক ?

উ; স্থায়িত্ব

৫১/ ‘রাকা’ শব্দের অর্থ কি ?

উ; পূর্ণিমা

৫২/ অর্থভেদে শব্দ কয় প্রকার?

উ: ৩ প্রকার

৫৩/ বাক্যের একক কি?

উ: শব্দ

৫৪/ কারক ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?

উ: রূপতত্ত্বে

৫৫/ ‘তিনি চোখে দেখেন না’ -এখানে চোখে কোন কারক ?

উ; করণ

৫৬/ কোন উপসর্গটি আরবি?

উ; বাজে

৫৭/ সন্ধিতে কিসের মিলন হয় ?

উ: ধ্বনির 

৫৮/ ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উ: ষষ্ + থ

৫৯/ ‘শয়ন ‘ এর সন্ধি বিচ্ছেদ--

উ: শে+ অয়ন

৬০/ আরক্তিম কোন অর্থে ব্যবহৃত হয় ?

উ: ইষৎ

৬১. /কোনটি প্রত্যয় যোগে বহুবচন হয়?

উ: কাগজ

৬২/ বৃহদার্থে স্ত্রী বাচক শব্দ কোনটি?

উ: হিমানী

৬৩/ কোনটি পরিমাণবাচক শব্দ?

উ: একবিংশতি

৬৪/ ডালভাত কোন অর্থে শব্দ যোগে দ্বিরুক্তি হযেছে?

উ: ভিন্নার্থক

৬৫. / কোনটি অজ্ঞাতমূল ধাতূ---

উ: হের

৬৬/ বঙ্কিম চন্দ্র মোট কতটি  উপন্যাস  লিখেছেন?

উ: ১৪টি 

৬৭/ সেজুতি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উ: রবীন্দ্রনাথ ঠাকুর

৬৮/ জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?

উ: ঝরাপালক

৬৯/ মুর্দা ফকির চরিত্রটি কোন গ্রন্থের ?

উ: কবর

৭০/ ‘বীরবলের হালকাতা ‘ গ্রন্থটি কোন ধরনের রচনা ?

উ: প্রবন্ধ

৭১/ কোনটি রবীন্দ্রনাথের রচনা?

উ: চতুরঙ্গ

৭২/ যুগ সন্ধিক্ষণের কবি ----

উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত

৭৩/ এলেবেলে বইটি কার লেখা?

উ; হুমায়ূন আহমেদ

৭৪/ ‘বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ?

উ: আধুনিক

৭৮/ যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় ?

উ: স্বরবৃত্ত

৭৯/ সাধুভাষা সাধারণত অনুপযোগী-

উ: নাটকে 

৮০/ জন্ডিস একটি ----

উ:নাটক 

৮১/ ‘কল্কে পাওয়া’ -বাগধারাটির অর্থ কি?

উ: গুরুত্ব পাওয়া 

৮২/ শব্দের আভিধানিক অর্থ হলো --

উ: বাচ্যার্থ

৮৩/ যে নারীর স্বামী ও পুত্র নেই

উ; অবীরা 

৮৪/ ঝিনুক নিচের কোনটির প্রতিশব্দ?

উ: শুক্তি

৮৫/ জীবনানন্দ দাশের জন্মস্থান ----

উ: বরিশাল 

৮৬/ রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন---

উ: আবুল মনসুর আহমদ

৮৭/ স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন ---

উ: স্মরণ

৮৮/ বুলবুল চৌধুরী খ্যাত---

উ; অভিনয়ের জন্য

৮৯/ কোন গ্রন্থটি উপন্যাস

উ:/ শেষের কবিতা

৯০/ অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা ?

উ; গৃহদাহ

৯১/ শুদ্ধ বানান কোনটি?

উ: কৃষিজীবী

৯২/ ‘দীপ ‘ অর্থ কি?

উ: বাতি 

৯৩/ প্রিয়ংবদা ‘ শব্দটি কোন সমাস?

উ: উপপদ তৎপুরুষ

৯৪/ ‘ধরি মাছ না ছুঁই পানি ‘ এটি কি ?

উ: প্রবাদ বাক্য

৯৫/ ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?

উ: কর্মধারয় 

৯৬/ হাতির বাসস্থান - 

উ: গজগৃহ

৯৭/ ‘আসার’ শব্দের অর্থ কি ?

উ: প্রবল বৃষ্টিপাত

৯৮/কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনী মূলক উপন্যাস ?

উ: শ্রীকান্ত

৯৯/পাতিহাস --শব্দটিতে ‘পাতি ‘ উপসর্গটি -

উ: ছোট

১০০/ ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসের বিষয় কী?

উ: ভাষা আন্দোলন 

Post a Comment

0 Comments