My first day preparation for primary recruitment exam: Primary teacher recruitment exam is likely to be very fast.I am going to start my preparation from scratch. You can join me if you want.Target 100 days. So let`s get started------
১ম দিনের প্রস্তুতি:
বিষয়: টপিকস:
বাংলা :-------- বাংলা বানান : অতিথি - ইতিমধ্যে(২৫টি)
বাংলা সমার্থক শব্দ: অগ্নি-সমুদ্র (৫টি)
ইংরেজি:-------- Parts of speech: Noun,, Preposition, Synonym
গণিত:--------- সংখ্যা
সাধারণ বিজ্ঞান:------- পদার্থের অবস্থা ও পরিবর্তন , পদার্থের গঠন
বিগত সালের প্রশ্ন :------ ১ নং
বাংলা :
বাংলা বানান : ( অতিথি - ইতিমধ্যে)- ২৫ টি
অশুদ্ধ : শুদ্ধ বানান:
অথিতি - অতিথি
অনু - অণু
অপরিপক্ক - অপরিপক্ব
আকাঙ্খা - আকাঙ্ক্ষা
আদ্যক্ষর - আদ্যাক্ষর
আদ্যপান্ত - আদ্যোপান্ত
আমাবস্যা - অমাবস্যা
অধ্যাবসায় - অধ্যবসায়
অপরাহ্ন - অপরাহ্ণ
আবিস্কার - আবিষ্কার
পরিষ্কার - পরিস্কার
তিরষ্কার - তিরস্কার
অধীনস্থ - অধীন
অনাথিনী - অনাথা
সুকেশিনী - সুকেশা
অর্ধাঙ্গিনী - অর্ধাঙ্গী -
আদ্যোক্ষর - আদ্যাক্ষর
বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী
ক্ষীণজীবি - ক্ষীণজীবী
সমিচীন - সমীচীন
ভাগিরথী - ভাগীরথী
মনিষী - মনীষী
ইতোমধ্যে ইতিমধ্যে
বাংলা সমার্থক শব্দ:
অগ্নি:------- অনল , পাবক , দহন , বহ্নি , হুতাশন , বৈশ্বানর , আগুন , সর্বভুক , শিখা, হোমাগ্নি , কৃশানু , সর্বশুচি, বিভাবসু, বায়ুসখা।
পৃথিবী:----- অবনি , অদিতি , অখিল, ক্ষিতি , উর্বী , পৃথ্বী, ধরা , ধরণি , ধরিত্রি, বসুধা, বসুন্ধরা , বসুমতী, ভূ, ভূমন্ডল, মহী , মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মান্ড, ভুবন , ভূলোক , মরলোক।
চন্দ্র :----- চাঁদ , সুধাকর , হিমকর , সুধাংশু , হিমাংশু , সিতাংশু , শীতাংশু , শীতকর , নিশাকর, নিশাপতি , নিশাকান্ত , সুধানিধি , কলানিধি, কলানাথ , কলাভুৎ , কুমুদনাথ , কুমুদিনী নাথ , রজনিকান্ত, রজনিনাথ, দ্বিজরাজ , দ্বিজপতি, মৃগাঙ্ক , ইন্দু , চন্দ্রমা।
সূর্য:----- অর্ক , অরুণ , রবি , আফতাব , আদিত্য, তপন, দিনেশ, সবিতা, ভানু, ভাস্কর , দিবাকর, প্রভাকর, বিভাকর, বিভাবসু, দিবাবসু, দিনমণি , দিননাথ, অংশুমালী, কিরণমালী, ময়ূখমালী, মার্তন্ড, পুষা, সুর, বিবস্বান , মিহির।
সমুদ্র:----- সাগর, সিন্ধু, অর্ণব, রত্নাকর , জলধি, উদধি, পয়োধি, বারিধি, বারীশ, বারীন্দ্র, অম্বুধি, অম্বুনিধি, জলনিধি, পয়োনিধি , তোয়নিধি, বারিনিধি,পাথার , জলধর ,পারাবার, নীলাম্বু।
ইংরেজি:
Parts of speech
সংগা: Part অর্থ বিভিন্ন অংশ। Speech অর্থ বাক্য বা কথা ।Parts of speech অর্থ বাক্য বা কথার অংশ যাকে Grammar এর ভাষায় পদ প্রকরণ বলে থাকি।
Sentence - এ ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক word কে এক একটি part of speech বলে।
যেমন : I live in Dhaka
Parts of speech আট প্রকার ।যথা;
- Noun
- pronoun
- Adjective
- verb
- Adverb
- preposition
- conjunction
- Interjection
- কোনো কিছুর নামকে Noun বলে। অন্যভাবে বলা যায়, Sentence এ ব্যবহৃত কোনো word দিয়ে যদি ব্যক্তি, বস্তু ,স্থান ইত্যাদির নাম বোঝায় তবে তাকে noun বলে।Noun প্রধানত পাঁচ প্রকার:
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material
- Abstract Noun
Proper Noun: যে Noun দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু , বা স্থানের নাম বোঝায় তাকে proper noun বলে।
যেমন:The Meghna , Japan, Sunday , Dhaka
The Padma is a big river.
Nancy is a good singer.
proper noun এর প্রথম অক্ষর সর্বদা capital letter দিয়ে হয়।
Common Noun: যে Noun দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সেই ব্যক্তি বা বস্তুর সমগ্র জাতিকে বোঝায় তাকে common noun বলে।
যেমন: Girl, Boy , river , player , poet , doctor , engineer .
She is a girl
He is a boy
sakib is a world player
Collective Noun: যে Noun দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি,বস্ত বা প্রাণীকে পৃথক ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টি কে বোঝায় তাকেCollective Noun বলে। যেমন: Crowd , army , navy , class , group, jury , committee, meeting , party, fleet , flock , herd , mass , majority, swarm, elite , gentry, peasantry , pack, bundle, stack , shower , library, infantry,family,team, gang, bunch etc.
Material Noun: যে Noun দিয়ে েএমন কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝায় যাকে সংখ্যা দিয়ে গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাকে Material noun বলে।
যেমন : Water , cold , Iron , rice, sugar, tea , milk , oil , flour etc. Material noun এর পূর্বে The থাকলে তা Common noun হয়।
Abstract Noun: যে Noun দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ , গুণ , অবস্থা , ও কাজের নাম ইত্যাদি বোঝায় তাকে Abstract noun বলে।
যেমন: Freedom , kindness , Honesty , illness , Happiness, sadness etc.
Preposition :(১৫ টি)
Abide by ---মেনে চলা
Abhorrent to-----ঘৃণ্যর্
Abound in -------কোন কিছুর ভিতর প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা ।
Abound with ---কোন কিছু দ্বারা পরিপূর্ণ হওয়া
Absent from ----অনুপস্থিত
Absorbed in -----নিমগ্নর্
Abstain from-----বিরত থাকা
Accede to -------সম্মত হওয়া
Acceptable to ----গ্রহণযোগ্য
Access to ------প্রবেশাধিকার
According to - --অনুসারে
Account with ---হিসাব
Account for -----জবাবদিহি করা
Accused of ----অভিযুক্ত
Acquit of -----অব্যাহতি দেয়া
Synonyms: (15)
Main word Synonym
Abase (হীন করা)--------------Demean , Belittle, Humiliate
Aberration (বিপদ গমন)------Deviation
Abeyance (মূলতবি)--------Suspended action
Abhor (ঘৃণা) -----------Hate , Detest
Abdicate (পরিত্যাগ করা )----Abandon
Ability(সামর্থ্য) ---------------Capability
Able (সমর্থ) ---------------Capable
Aboriginal (আদিম) ---------- primitive
Abortive (ব্যর্থ) ---------Unsuccessful
Abstemious (সংযমী) -------Temperate, Abstinent, Austere
Abstinence (সংযম) --------celibacy, Chastity
Abundant (প্রচুর, পর্যাপ্ত) ----Enormous, Plentiful
Academic (প্রাতিষ্ঠানিক) -----Scholastic
Accelerate (ত্বরান্বিত করা) ----Accumulate, Escalate , Increase
Acquaint (পরিচিত করানো) ----Familiarize
সাধারণ গণিত:
সংখ্যা: এক বা একাধিক অংকের সমষ্টি কে সংখ্যা বলে ।
গুরুত্বপূর্ণ তথ্য:
একমাত্র ২ হচ্ছে জোড় মৌলিক সংখ্যা । ্এছাড়া অন্য সকল মৌলিক সংখ্যাই বিজোড়।
১. ১ শুধুমাত্র একটি সংখ্যা (১) দ্বারা ভাগ করা যায়। কাজেই এটি মৌলিক সংখ্যা নয়।
২/ ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না । এবং মৌলিক সংখ্যা ২ থেকে শুরু হয় ।
৩/ যে সকল সংখ্যার একক স্থানে ১,৩,৭,৯ বিদ্যমান সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে।
মৌলিক সংখ্যা: যে সকল সংখ্যা কে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।অর্থাৎ মৌলিক সংখ্যা শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়।
যেমন: ২.৩,৫,৭,১১, ১৩, ১৭,১৯,২৩,২৯ ইত্যাদি।
সহ - মৌলিক সংখ্যা : দুই বা ততোধিক সংখ্যার মধ্যে কোন সাধারণ মৌলিক উৎপাদক না থাকলে ঐ সংখ্যা গুলোকে সহ - মৌলিক সংখ্যা বলে । যেমন :১৬, ৩৫
কৃত্রিম সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে কৃত্রিম সংখ্যা বলে ।
সাধারণ বিজ্ঞান : পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন সর্ম্পকিত ধারণা ।
পদার্থ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
- যৌগিক পদার্থ দুই প্রকার ।তথা: জৈব ও অজৈব
- যেসকল বস্তুকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে বলে -মৌলিক পদার্থ
- প্রকৃতিতে প্র্রাপ্ত সবচেয়ে হালকা মৌল - হাইড্রোজেন
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল -ইউরেনিয়াম
- সর্বশেষ আবিষ্কৃত মৌল-আনানসেপ্টিয়াম
- যে সব মৌল কখনো ধাতু আবার কখনো অধাতুর ন্যায় আচরণ করে তাকে বলে উপধাতু। যেমন: আর্সেনিক , বোরন, সিলিকন
- তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী মৌল কে বলে -ধাতু
- যেসব মৌল প্রধানত তাপ ও বিদ্যুৎ অপরিবাহী তাদের বলে - অধাতু
- বায়ু একটি মিশ্র পদার্থ
- পানি একটি যৌগিক পদার্থ
- সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন
- পানির ঘনত্ব সবচেয়ে বেশি -৪ ডিগ্রী সেলসিয়াস
- সবচেয়ে ভারী পদার্থ -তরল মার্কারী / পারদ
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ -হীরক
- ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম - সেলিনিয়াম
- কার্বন একটি -বহুরূপী মৌল
- কার্বনের রূপভেদ - হীরা /হীরক , গ্রাফাইট , গ্রাফিন
0 Comments