অনেকেই বলতে শুনা যায় হেয়ার গ্রোথ হচ্ছে না। চুল পড়ে যাওয়ার পর নতুন চুল গজায় না। এর থেকে কিভাবে রিকভার করা যায় তার জন্য আজকের এই টিপস।
তাহলে আসুন জেনে নিই নিচের চাটি কৌশল-
হেয়ার কন্ডিশনিং মাস্ক
প্রথমে ফ্রেশ এ্যালোভেরা পাতা নিয়ে ভিতর থেকে জেল বের করে নিন। এরপর এর সাথে মিক্স করুন একটি মাঝারী সাইজের মেয়াজের জুস, ২ টুকরা আদা নিয়ে িএর রস বের করে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করুন। এরপর পরিষ্কার স্ক্যাল্পে কাটনের সাহায্যে চুলের গোড়ায় লাগান। এই হেয়ার মাস্ককে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ককে সপ্তাহে ১ বার ব্যবহার করুন। ৩/৪ বার ব্যবহারের পর রেজাল্ট দেখতে পাবেন। এই মাস্ক চুলকে ঘন ও মজবুত করার পাশাপাশি চুলের রুক্ষতা ও দূর করে।
চুল লম্বা, ঘন ও মজবুত করার কৌশল |
ম্যাজেজিং
প্রতিদিন ঘুম থেকে উঠার পর অন্তত ১০ মিনিট আপনার হেয়ার স্ক্যাল্প আঙ্গুলের ট্রিপ দিয়ে ম্যাসেজ করুন। এতে করে আপনার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে আর চুল দ্রুত গতিতে বড়বে।
হেয়ার ওয়েলিং
বিশুদ্ধ নারিকেল তেলের সাথে পেয়াজের জুস মিশিয়ে কটন বলের সাথে চুলে লাগিয়ে নিন। পুরো রাত রেখে সকালে ভালো কোন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
হেলদি ডায়েট
সবুজ শাকসবজি ও ফলমূল গ্রহণ করুন এর পাশাপাশি পর্যন্ত পরিমাণ পানি পান করুন।
এই ট্রিপসগুলো সাপ্তাহে ২ থেকে ৩ বার করুন। আশাকরি ভালো রেজাল্ট পাবেন।
0 Comments