আমার স্বপ্ন : সময়ের সাথে সাথে আমাদের স্বপ্ন গুলো ও কেমন জানি রঙ বদলায়। ইদানিং স্বপ্ন শব্দটি নিয়ে খুব বেশি নাড়াচাড়ি করি ।না ফয়েন্ডীয় বা অন্য কোন তত্ত্ব টত্ত্ব নয়।খুব সাধারণ নাড়াচাড়া । টুং টাং জলতরঙ্গের শব্দ হয় না তাতে ।কিংবা ভোরের ডাইনিং টেবিলে পিরিচের উপর খালির কপির পেয়ালা রাখার শব্দ ,কিংবা সদ্য হাঁটতে শেখা ছোট্ট শিশুর হাঁটি হাঁটি পায়ের শব্দ। কিংবা রাইটিং প্যাডে চিঠি লেখার সময় এক একটি পাতা ছেঁড়ার শব্দ ।কিংবা একটি রুমাল পাশে রাখার নিঃশব্দ শব্দ কোনটিই নয়-----
আমি যখন স্বপ্ন শব্দটিকে স্পর্শ করি তখন ভারি কিছু পতনের শব্দ হয় ।আমি যখন স্বপ্ন শব্দটির ঘ্রাণ নিতে যাই তখন স্বশব্দে জানালা বন্ধ হবার শব্দ শুনি ।আমি যখন স্বপ্ন শব্দটির দিকে র্নিমল দৃষ্টিতে তাকাতে যাই তখন দুঃস্বপ্নের ভয়াবহতা আমার দিকে দুঃসহ দৃষ্টিতে তাকাতে থাকে ।অথচ আমার তিন বছর বয়সী ছোট ছেলে অভ্র কাঁচা হাতে রঙ -বেরঙের ফুলের বাগান ,রঙিন প্রজাপতি আর লাল নীল পরীদের ছবি এঁকে উৎফুল্ল হয়ে সবাইকে বলে ---------
----------------------
এই দেখো আমার স্বপ্ন ।
সময়ের সাথে সাথে আমাদের স্বপ্ন গুলো ও কেমন জানি রঙ বদলায় । কখনো বাস্তব আবার কখনো আবেগের বেড়াজালে আটকে যায়।
মস্তিষ্কের অনেক জটিল রহস্যের মধ্যে অন্যতম হচ্ছে স্বপ্ন ।পুরো ব্যাপারটাই কল্পনায় ঘেরা ।সেখানে বাস্তবতার জায়গা নিতান্তই কম ।স্বপ্ন দৃশ্যকে মস্তিষ্ক সবসময় অপ্রয়োজনীয় তথ্য মনে করে ।তাই সেখানে স্বপ্নের স্মৃতি ধারণ করার জন্য কোন জায়গায়ই খালি থাকে না ।রাত পোহালে অনেকটাই অদৃশ্য।
যখন মানুষ গভীর ঘুমে মগ্ন থাকে তখন সারাদিনের করা যাবতীয় কর্মকান্ড ধীরে ধীরে বন্ধ করে দিতে থাকে মস্তিষ্ক ।তখন মানুষের পেশি শীতল হয়ে যায় , চোখের পাতা বন্ধ হয়ে যায় ,শ্রবণ ও ঘ্রাণ শক্তি কমে যায় । রাজ্যের ঘুম নেমে আসে দু’ চোখের পাতায় । কত লাল নীল স্বপ্ন উঁকি মারে চোখের কোণে কিন্তু স্বপ্নের স্মৃতি গুলো কখনো দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপ ধারণ করে না ।আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া বেশি ভাগ স্মৃতিই মনে রাখতে পারি না ।স্বপ্ন গুলো শুকনো পাতার মতো একটু বাতাস আসলে ই ঝরে যায় । আবার ব্যতিক্রম কিছু স্বপ্ন কারণে অকারণে আবেগ বাড়ায়।মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ ,কিন্তু বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন জীবনটা অনেক কঠিন মনে হয়।স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমানের মতো।সব স্বপ্ন পূরণ হতে হবে এমন না থাকনা কিছু স্বপ্ন দীর্ঘশ্বাসের ভিড়ে। স্বপ্ন গুলো কেমন কুয়াশার মতো ধূসর মনে হয় সকালের সূর্যের আলো দেখার সাথে সাথে সব যেন অদৃশ্য হয়ে যায়। অপূর্ণতার তালিকায় আমার হাজার স্বপ্ন ভিড় করে আছে তাও স্বপ্ন দেখতে ভুলি না ।
0 Comments