প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ও সমাধান: প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে বিগত বছরের প্রশ্নের সমাধান জানা অত্যাবশ্যক ।বিগত বছরের প্রশ্ন সর্ম্পেকে যদি ভালো ধারণা থাকে তাহলে পরীক্ষায় মিনিমাম ৫০% মার্কস ক্যারি করা সম্ভব ।তাই প্রাকটিসের কোন বিকল্প নেই।
বাংলাঃ১/‘অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে ‘ এখানে ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ ?
উ: খাঁটি বাংলা
২/‘তাসের ঘর’ অর্থ কী?
উ: ক্ষণস্থায়ী
৩/বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
উ: ১০ টি
৪/‘কুসুমিত’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উ: কুসুম + ইত
৫/ শুদ্ধ বানান কোনটি?
উ: সমীচীন
৬/‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ: রবি +ইন্দ্র
৭/ নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উ: দেশান্তর
৮/ ‘অলীক’ -এর বিপরীত শব্দ-
উ: সত্য
৯/ ‘দিন যায় কথা থাকে’- এখানে ‘যায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: অতিবাহিত
১০/‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উ: ষট্ + দশ
১১/বিরাম চিহ্নের অপর নাম কী?
উ: ছেদচিহ্ন
১২/শুদ্ধ বানান কোনটি?
উ: আসক্তি
১৩/ ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
উ: রবি
১৪/ ভাষার মূল উপকরণ কী?
উ: বাক্য
১৫/‘হাট -বাজার ‘ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
উ: সমার্থে
১৬/ কোনটি শুদ্ধ বাক্য?
উ: আমার বড় দুরবস্থা
১৭/ ‘আমি’ ‘আমরা’ -এগুলো কোন সর্বনাম পদ?
উ: ব্যক্তিবাচক
১৮/ইতিহাস রচনা করেন যিনি -
উ: ঐতিহাসিক
১৯/ ‘অক্ষির সমীপে’ সংক্ষেপে হলো -
উ: সমক্ষ
২০/ ‘বেলা অবেলা কালবেলা’ র লেখক কে?
উ: জীবনানন্দ দাশ
ইংরেজিঃ
21/As the sun-, I decided to go out.
Ans: was shining
22/ Which of the following sentence is correct?
Ans: He was hanged for murder .
23/ Choose the English translation of -তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?
Ans: Have you ever been to Cox's Bazar?
24/ I have a boat made of wood . The underlined phrase is -
Ans: past participle phrase.
25/A person who writes and edits dictionaries is called a-
Ans:lexicographer
26/ Every driver must be held - his won actions.
Ans: responsible for
27/ What is the antonym of the word `unwitting'?
Ans: intentional
28/ The professor was given -to materials in the research laboratory .
Ans: access
29/ `He said that he had done the work ' The direct speech is -
Ans: He said,``He did the work''.
30/ The plural of `Fez' is -
Ans: Fezes
31/Phosphates- to most farm lands in Bangladesh.
Ans: need to be added
32/ Change the voice : Who is creating the mess?
Ans: By whom is this mess being created?
33/ Mr. Atique-rather not invest that money in the stock market.
Ans: would
34/`Amenable ' শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
Ans: to
35/The feminine of `Ram' is
Ans: Ewe
36/Which one is plural-
Ans: Bureaux
37/Which one is the -correct spelling?
Ans: irresistible
38/The countable form of `laughter' is -
Ans: Laugh
39/Which one is the correct spelling?
Ans:Supersede
40/The Book `Treasure Island' is by-
Ans: Stevenson
বাংলাদেশ বিষয়াবলিঃ
৪১/১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
উ: ১৬৯ টি
৪২/বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপন করা হয়?
উ: যুক্তরাষ্ট্র
৪৩/ বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা ‘ ঘোষিত হয় কবে?
উ: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে
৪৪/মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উ: এম . মনসুর আলী
৪৫/আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘Poet of politics' বা ‘রাজনীতির কবি’ নামে আখ্যায়িত করা হয়-
উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
৪৬/ ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?
উ: সাইমন ড্রিং
৪৭/রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
উ: পাবনা
৪৮/ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন-
উ:মহামান্য রাষ্ট্রপতি
৪৯/ পলাশী যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের -
উ: ২৩ জুন
৫০/ পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা-
উ: মাকসুদুল আলম
৫১/ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উ: ১৯২১ সালে
৫২/মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র ?
উ; চীন ও যুক্তরাষ্ট্র
৫৩/ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
উ: ২৭ টি
৫৪/পৃুথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত -
উ: ফিনল্যান্ড
৫৫/কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
উ: নেপাল
৫৬/স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
উ: লর্ড ব্যাডেন পাওয়েল
৫৭/খাওয়ার লবণের সংকেত কোনটি?
উ: NACL
৫৮/কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে?
উ: সালোকসংশ্লেষণ
৫৯/পানির স্ফুটনাংক কত?
উ: ১০০ ডিগ্রী সেলসিয়াস
৬০/জোয়ার ভাটার প্রধান কারণ-
উ: চাঁদের আকর্ষণ ।
0 Comments